
সতীর্থ থেকে কোচ হওয়া টেইটকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন শন টেইট। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা টেইটের সঙ্গে চিটাগংয়ের সম্পর্কটা অবশ্য পুরনো। বিপিএলের দ্বিতীয় মৌসুমে অর্থাৎ ২০১৩ সালে চিটাগংয়ের হয়ে খেলতে এসেছিলেন তিনি। সেই মৌসুমে একই দলের হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদও।