
৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে
আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। কদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা। এই সভায় যদিও এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।