আফিফ-মুরাদের ৬ উইকেট, বড় লিডের পথে চট্টগ্রাম
জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচে দ্বিতীয় দিনেই ৩৩৮ রানের লিড পেয়েছে চট্টগ্রাম। দুই সাব্বিরের হাফ সেঞ্চুরির পরও রাজশাহী ১৯৬ রানে অল আউট হওয়ার পর চার উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছে দলটি। মূলত হাসান মুরাদের সামনে টিকতেই পারেননি রাজশাহীর ব্যাটাররা। ৩৯ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন এই স্পিনার। দিনের আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ফলো অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে বরিশাল। এখনো ৬৮ রানে পিছিয়ে আছে দলটি। প্রথম ইনিংসে তাদের বিপদে ফেলেন আফিফ হোসেন।