
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
বিরাট কোহলির আক্রমণাত্বক ব্যাটিংয়ের সঙ্গে ফিল সল্টের হাফ সেঞ্চুরিতে লাইনেই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান তাড়ার ট্রেন। একটা সময় তাদের রান ছিল ৩ উইকেট ১৭৩। এমন সময় রান আউট হয়ে ফিরলেন রজত পাতিদার। অধিনায়ক যখন আউট হলেন তখনও বেঙ্গালুরুর প্রয়োজন ৩২ বলে ৫৯ রান। রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, টিম ডেভিডের সঙ্গে ক্রুনাল পান্ডিয়ার মতো ব্যাটার থাকায় কাজটা কঠিন হওয়ার কথা নয় তাদের জন্য। অথচ আচমকা এক ঝড়ে যেন ওলট-পালট হয়ে গেল সবকিছু।