বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে: ওয়াসিম জুনিয়র
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কেবল এক মৌসুমই খেলা হয়েছে সন্দীপ লামিচানের। সময় সুযোগ হলে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসতে চান নেপালের এই লেগ-স্পিনার।
সিপিএলে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের সঙ্গেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মতো বোলিংয়েও এবারও এক ওভারের বেশি সুযোগ মেলেনি তাঁর। নিজের করা একমাত্র ওভারে চার-ছক্কায় দিয়েছেন ১৪ রান, ছিলেন উইকেটশূন্য। বোলিংয়ের মতো ব্যাটিংটাও যুঁতসই হয়নি সাকিবের।
পাকিস্থান শাহীন্সের বিপক্ষেও ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেছিলেন জিসান আলম। তবে বড় ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশি এই ওপেনার। তবে নেপালের বিপক্ষে উড়ন্ত সূচনার পর ৪৬ বলের ইনিংসে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেছেন জিসান। আর তাতেই আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গেছে আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।
কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ১-১ সমতায় ছিল দুই দলই। ফলে আগেই থেকেই নিশ্চিত ছিল যে দল শেষ ম্যাচ জিততে সেই দলেরই সিরিজ। সিরিজ নির্ধারণী এমন ম্যাচেই ১ বল হাতে রেখে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পাকিস্তানের কাছে নুরুল হাসান সোহানরা হেরেছেন ৭৯ রানের বড় ব্যবধানে। এবার দ্বিতীয় ম্যাচে নেপালের ৩২ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ 'এ' দল। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ 'এ' দল ২৮৬ রান সংগ্রহ করে ৬ উইকেটে। জবাবে খেলতে নেমে নেপাল অল আউট হয়েছে ১৫৪ রানে।
নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন বাংলাদেশের ক্রিকেটার আকবর আলী।
চ্যাম্পিয়ন্স কাপ প্রকল্প বাতিল হয়ে গেছে অনেক আগেই। তবে এই টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করা সাবেক চার ক্রিকেটার এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বেতন পাচ্ছেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বছর আইপিএল চলাকালীন কয়েকদিনের ব্যবধানে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া বোধগম্য হলেও অনেকেই তাদের দুজনের টেস্ট অবসর মানতে পারছেন না। ভারতের সাবেক পেসার কার্সন ঘাগড়ি মনে করেন, বিসিসিআইয়ের ভেতরের রাজনীতির শিকার হয়েই টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে আলাদা একটা রোমাঞ্চ! মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে কথার লড়াইয়ে মেতে ওঠেন দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা। যদিও ক্রিকেটারদের ক্ষেত্রে মাঠে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হলেও মাঠের বাইরে তারা একেবারেই ভিন্ন। প্রায়শই দুই দেশের ক্রিকেটারদের মুখ থেকে শোনা গেছে তাদের মধ্যে বন্ধুত্বের গল্প। যদিও কিছু অঘটনও আছে তাদের মধ্যে। শহীদ আফ্রিদির সঙ্গে তেমন এক ঘটনাই প্রকাশ্যে এনেছেন ইরফান পাঠান।
ইংল্যান্ডের বাইরে নয়টি দেশে টেস্ট খেলেছেন জো রুট। যেখানে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি এই ব্যাটারের। আগামী অ্যাশেজে নিজের ‘অধরা স্বপ্ন’ পূরণ করতে মুখিয়ে আছেন তিনি। যদিও স্টিভ স্মিথের চাওয়া ইংলিশ এই ব্যাটার যেন এবারের অ্যাশেজেও সেঞ্চুরি না পান। যদিও স্মিথ মনে করেন, সেঞ্চুরি পেতে কঠোর পরিশ্রম করবেন রুট।