
রিশাদের দারুণ বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর
টানা তিন ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। করাচি কিংসের বিপক্ষে ফিরেই দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিনার। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ২২ বছর বয়সী রিশাদ। এর মধ্যে করাচির যখন ৫ ওভারে ৬৬ রান প্রয়োজন এমন সময় বোলিং করতে এসে মাত্র ৮ রান দেন রিশাদ।