বাংলাদেশকে উড়িয়ে আইসিসির মাস সেরার মনোনয়ন পেলেন ওয়াসিম
আইসিসি মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এবার মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন, যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। তিনজনই গত মাসে দারুণ পারফর্ম করে নিজেদের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।