দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার অভিযানে সাকিব আল হাসানকে নিয়ে গায়ানায় যেতে চেয়েছিল তারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ককে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি তারা।