আবারও সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফেরেন বাঁহাতি এই পেসার। তবে শেষ টি-টোয়েন্টিতে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছেন মুস্তাফিজ।