বিসিবিতে মিটিং, আবারও পেছাতে পারে নির্বাচন
বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবির নির্বাচন। যদিও পরবর্তীতে সেটা দুদিন পিছিয়ে দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে ধারণা করা হচ্ছে, আরও এক দফা পিছিয়ে যেতে পারে নির্বাচন। এখনো কাউন্সিলরদের খসড়া তালিকা না পাওয়ায় নির্বাচন পেছাতে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বিসিবিতে মিটিং করছে নির্বাচন কমিশন।