স্পিনে শক্তি বাড়াতে আকিলকে উড়িয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরের মাঝপথে ওয়ানডে স্কোয়াডে কিছু পরিবর্তন আনছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে তারা দলে বাড়তি স্পিনার ও পেসার যুক্ত করছে।
ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরের মাঝপথে ওয়ানডে স্কোয়াডে কিছু পরিবর্তন আনছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে তারা দলে বাড়তি স্পিনার ও পেসার যুক্ত করছে।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই ক্যারিবীয়দের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিয়েছেন রিশাদ। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচটি জেতান তিনি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই আলোচিত লেগ স্পিনারকে এবার টেস্ট ক্রিকেটেও চান মুশতাক আহমেদ।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন ২১ জন প্রার্থী। পরবর্তীতে নির্বাচন না পেছালে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ঢাকার দেয় ক্লাবগুলোর একাংশ। স্বাভাবিকভাবেই নির্বাচন না পেছানোয় নিজেদের অবস্থানে এখনো অনড় ক্লাবগুলো। যার ফলে সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে গড়াচ্ছে না তৃতীয় বিভাগ লিগ। এমন অবস্থায় বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওয়্যাব) নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কাউকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি।
একজন মানসম্পন্ন লেগ স্পিনারের জন্য অনেকদিনের অপেক্ষা ছিল বাংলাদেশের। জুবায়ের হোসেন লিখন থেকে শুরু করে তানবীর হায়দার ও আমিনুল ইসলাম বিপ্লব অল্প সময়ের জন্য আশার আলো দেখিয়ে হারিয়ে গেছেন। রিশাদ ধীরে ধীরে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে উঠে এসেছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা বহুদিনের। উইকেটের মন্থর ও স্পিন সহায়ক চরিত্র দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। কিউরেটর গামিনি ডি সিলভা দায়িত্বে থাকাকালীন এই সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনিই। যদিও এখন তিনি দায়িত্বে নেই, উইকেটের আচরণে তেমন কোনো পার্থক্য আসেনি।
৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ ছক্কার সঙ্গে এক চারে দুইশ স্ট্রাইক রেটে ১৩ বলে ২৬ রান করেন রিশাদ হোসেন। পরবর্তীতে বোলিংয়ে ৩৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ব্যাটিংয়ে ওমন ক্যামিওর সঙ্গে ক্যারিয়ারসেরা বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা। এমন পারফরম্যান্সের পর রিশাদ জানালেন, তাঁর কাজই এটা।
একজন মানসম্পন্ন লেগ স্পিনারের জন্য অনেকদিনের অপেক্ষা ছিল বাংলাদেশের। জুবায়ের হোসেন লিখন থেকে শুরু করে তানবীর হায়দার ও আমিনুল ইসলাম বিপ্লব অল্প সময়ের জন্য আশার আলো দেখিয়ে হারিয়ে গেছেন। রিশাদ ধীরে ধীরে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে উঠে এসেছেন।
মিরপুরের উইকেট মানেই যেন রহস্য। প্রতিপক্ষ দলগুলোর বাংলাদেশে আসার আগে থেকেই আতঙ্কে থাকে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি জানিয়েছিলেন এমন উইকেট তিনি আগে দেখেননি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই মিরপুরের কালো উইকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরপুরে ভালো রানের প্রত্যাশার কথা জানিয়েছিলেন কিউরেটর। তবে সেটা কত হবে বলা যাচ্ছিল না। সাধারণত ২৫০ রানের স্কোরই মিরপুরে যেকোনো দলের জন্য লড়াইয়ের পুঁজি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তামিম ইকবাল। তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সাবেক এই বাঁহাতি এই ওপেনার। অসুস্থ হওয়ার পর থেকেই ক্রিকেট মাঠ থেকে দূরে আছেন তিনি। গুঞ্জন ছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে পারেন তামিম।