
যাস কোথা তুই কিসের এত তাড়া, কেন নিস না কানে বলছি একটু দাঁড়া! আচ্ছা ওয়ার্নি, তুমি কি এই লাইনগুলো চেনো? নিশ্চই চেনার কথা না। আচ্ছা তোমাকে লাইনগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই, কি বলো? মহীনের ঘোড়াগুলি চেনো? এই তল্লাটে এসে একবারও কি এই গান শত কোলাহলের মাঝে তোমার কানে গেছে?