মিরপুরে কাল ঢাকা ডার্বি

ঢাকা প্রিমিয়ার লীগ ২০১৭-১৮
মিরপুরে কাল ঢাকা ডার্বি
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) হাই ভোল্টেজ ম্যাচটি চলে এলো। মুখোমুখি হচ্ছে দেশের ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলায় যেমন একই শহরের দুটো দল (ম্যানসিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড) খেলে এবং একই শহরের দু’দলের ফুটবল যুদ্ধ উপভোগ করতে লন্ডন ভাগ হয়ে যায় দুটি অংশে। 

ঠিক একইভাবে মোহামেডান এবং আবাহনীর মধ্যকার ম্যাচের তাৎপর্যও একটা সময় তেমন ছিল। যদিও কালের বিবর্তনে সেটা হারিয়ে গেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিন (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

কোনো চ্যানেলে ডিপিএলের খেলা কখনোই সম্প্রচার করা হয়না। তবে ডিপিএলের বাকী ম্যাচগুলোর মতো এই ম্যাচের আপডেটও পাওয়া যাবে ক্রিকফ্রেঞ্জি'র ওয়েবসাইটে। এদিকে ম্যাচটিকে নিয়ে অনেকটাই নির্ভার মাশরাফি বিন মর্তুজার আবাহনী।

কেননা আসরে এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের সব কয়টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফিরা। দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত প্রতিপক্ষ নিয়ে গণমাধ্যমকে জানান, 

‘আগেও যেভাবে অনুশীলন করেছি যেভাবে খেলে আসছি প্রস্তুতি ঠিক ওরকমই। বাড়তি কোনো…মোহামেডানের সাথে খেলা অনেক কিছু করতে হবে ওরকম কিছু না। আমাদের সেরাটা খেলতে পারলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আগের পাঁচটা ম্যাচের মতো এটাও একটা ম্যাচ।

'আমি যখন প্রথম বছর প্রিমিয়ার লিগ খেলি তখন মনে হয়েছিল আবাহনী-মোহামেডান ম্যাচ অনেক বেশি উত্তেজনা। এবার নিয়ে আমি ৫ বছর প্রিমিয়ার লিগ খেলতেছি তো আমার কাছে এখন বিষয়টা এখন অনেক স্বাভাবিকের মতো।'

অবশ্য মোসাদ্দেকের চিন্তা না হওয়ার আরেকটি কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাম্প্রতিক অবস্থান। ইনজুরির কারণে খেলতে না পারা সাকিব আল হাসানের মোহামেডান পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র তিনটিতে!

আবাহনী লিমিটেড : মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হোসেন আলি, মোহাম্মদ রাকিব, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব : সাকিব আল হাসান, সালমান বাট,  ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশিস রায়।

আরো পড়ুন: this topic