কোহলি- রিচার্ডসদের ছাড়িয়ে অনন্য উচ্চতায় তামিম

আন্তর্জাতিক
কোহলি- রিচার্ডসদের ছাড়িয়ে অনন্য উচ্চতায় তামিম
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত কয়েক বছর থেকেই ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। পারফর্মেন্সের ধারাবাহিকতা চলতি বছরেও বজায় রেখেছেন তামিম। চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনি খেলেছেন ৮৪ রানের দারুণ দুটি ইনিংস। 

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলতে নেমেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে টাইগার এই ওপেনার। খেলেছেন ৭৬ রানের কার্যকরী আরেকটি ইনিংস। 

আর এরই সাথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। শুধু তাই নয়, ছয় হাজারি ক্লাবে পা রাখার পাশাপাশি আরেকটি দারুণ রেকর্ড গড়েছেন ড্যাশিং এই ওপেনার। 

৭৬ রানের ইনিংসটি খেলার পথে তামিম গড়েছেন আরেকটি রেকর্ড। ২০১৬ সালে পাঁচ হাজার রান সংগ্রহ করা তামিম চলতি বছর পর্যন্ত মোট ১৭টি ইনিংস খেলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। আর এর মাধ্যমে তিনি টপকে গেছেন অনেক বিশ্বসেরা ব্যাটসম্যানকেও।

এই তালিকায় আছেন ভারতের রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেইডেন, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স এবং ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডস। 

বর্তমানে এই তালিকার শীর্ষে আছেন তামিম। তাঁর আগে এই রানে পৌঁছুতে ২০টি ইনিংস খেলতে হয়েছিলো রোহিত শর্মাকে। অপরদিকে গাঙ্গুলি, হেইডেন এবং গিলক্রিস্ট খেলেছিলেন ২১টি ইনিংস। 

অপরদিকে ভারতীয় অধিনায়ক কোহলি এবং প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা উভয়েরই পাঁচ থেকে ছয় হাজার রানে প্রবেশ করতে খেলতে হয়েছে মোট ২২ ইনিংস।  আর ভিভ রিচার্ডসের এই রানে পৌঁছুতে ২৭ টি ইনিংস খেলতে হয়েছিলো এবং ডি ভিলিয়ার্স খেলেছিলেন ২৩টি ইনিংস।  

আরো পড়ুন: this topic