পিংকির ৪ উইকেটের পর সুমাইয়ার ব্যাটে বাংলাদেশের সমতা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
পিংকির ৪ উইকেটের পর সুমাইয়ার ব্যাটে বাংলাদেশের সমতা
১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হাবিবা ইসলাম পিংকি, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলকে আটকে দেয়ার কাজটা করেছিলেন জারিন তাসনিম লাবণ্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিলেন হাবিবা ইসলাম পিংকি। ডানহাতি পেসারের এমন বোলিংয়ে সফরকারীদের ৮০ রানে আটকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। লক্ষ্য তাড়ায় একপ্রান্ত আগলে রেখে ৩২ রানের ইনিংস খেললেন সুমাইয়া আক্তার সুবর্ণা।

শেষের দিকে কাজটা এগিয়ে দিলেন ফারজানা ইয়াসমিন মেধা ও সাদিয়া আক্তার। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরলেন স্বাগতিকরা। কক্সবাজারে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ৭ ডিসেম্বর।

কক্সবাজারের একাডেমি মাঠে জয়ের জন্য ৮১ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন আরিত্রী নির্জনা মণ্ডল। দ্বিতীয় উইকেটে অবশ্য আচিনা জান্নাত ইমান্তা ও সুমাইয়া মিলে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তাদের দুজনের ২৭ রানের জুটি ভাঙে নবম ওভারে। ২৩ বলে ৯ রান করে আউট হয়েছেন রোজিনা আকরামের বলে। পরের ওভারে আউট হয়েছেন ৫ বলে ২ রান করা সাদিয়া ইসলাম।

সুবিধা করতে পারেননি মাইমুনা নাহার স্বর্ণা মনি। ১ রানের বেশি করতে পারেননি তিনি। কয়েক রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর হাল ধরেন সুমাইয়া ও ফারজানা। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙে ১০ রান করা ফারজানার বিদায়ে। পরের ওভারে ফিরেছেন একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা সুমাইয়া। মাহনুর জেবের বলে রোজিনার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৮ বলে ৩২ রান করে।

ইনিংসটি খেলতে মাত্র একটি চার মেরেছেন। বাকি সবই এসেছে সিঙ্গেলস থেকে। বোলিংয়ে দারুণ হাবিবা ব্যাটিংয়ে ২ রানের বেশি করতে পারেননি। তবে দুই চারে ১০ বলে ১৩ রান করে এক ওভার বাকি থাকতেই বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন সাদিয়া। ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন জারিন। পাকিস্তানের মেয়েদের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন আলিসা মুখতিয়ার ও মেমোনা খালিদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান তোলেন পাকিস্তানের মেয়েরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন উইকেটকিপার ব্যাটার কমল খান। এ ছাড়া জোফিশান আয়াজ ১৭ এবং রাভাইল ফারহান ১৫ রান করেছেন। বাংলাদেশের মেয়েদের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন পিংকি। একটি করে উইকেট পেয়েছেন অতশী মজুমদার ও জারিন।

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল