promotional_ad

১০ জন রিটায়ার্ড আউট হয়ে আরব আমিরাতের অস্বাভাবিক রেকর্ড

সংযুক্ত আরব আমিরাত নারী দল
নারী-পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে ১০ ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছেন। শনিবার ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত এই অস্বাভাবিক রেকর্ড গড়েছে।

promotional_ad

টস জিতে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাত ১৬ ওভারে ১৯২ রানের বিশাল স্কোর গড়ে। ওপেনার ইশা ওঝা (১১৩) ও অধিনায়ক থিরথা সাতিশ (৭৪) বিধ্বংসী ব্যাটিং করলেও বৃষ্টির কারণে দ্রুত ইনিংস ঘোষণার প্রয়োজন পড়ে। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় বাকি ১০ ব্যাটারকে রিটায়ার্ড আউট করে মাঠ ছাড়তে হয়।


আরো পড়ুন

নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল

৬ ঘন্টা আগে
অনুশীলনে বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

দুই ওপেনার রিটায়ার্ড আউট হওয়ার পর বাকি ব্যাটারদেরও ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হয় এবং কোনো বলের মুখোমুখি না হয়েই রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের মধ্যে শূন্য রানে রিটায়ার্ড আউট হয়েছেন ৮জন ব্যাটার।


promotional_ad



জবাবে খেলতে নেমে ২৯ রান অল আউট হয় কাতার। ফলে ১৬৩ রানে বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাতারের মেয়েদের। তাদের ব্যাটারদের মধ্যে রানের খাতা খোলার আগে ফেরেন ৭ জন। মোট ১৫ জনের শূন্য রানে ফেরার ঘটনাও মেয়েদের টি-টোয়েন্টিতে রেকর্ড।


এখনও পর্যন্ত বাছাইপর্বের ‘বি’ গ্রুপে শীর্ষে আছে আরব আমিরাত। গ্রুপ পর্বের পর শীর্ষ তিন দল সুপার থ্রি রাউন্ডে খেলবে, যেখান থেকে দুই দল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নিশ্চিতভাবেই সংযুক্ত আরব আমিরাতের এমন অভিনব সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতে আরও দেখা যেতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball