১০ জন রিটায়ার্ড আউট হয়ে আরব আমিরাতের অস্বাভাবিক রেকর্ড

ছবি: সংযুক্ত আরব আমিরাত নারী দল

টস জিতে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাত ১৬ ওভারে ১৯২ রানের বিশাল স্কোর গড়ে। ওপেনার ইশা ওঝা (১১৩) ও অধিনায়ক থিরথা সাতিশ (৭৪) বিধ্বংসী ব্যাটিং করলেও বৃষ্টির কারণে দ্রুত ইনিংস ঘোষণার প্রয়োজন পড়ে। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় বাকি ১০ ব্যাটারকে রিটায়ার্ড আউট করে মাঠ ছাড়তে হয়।
নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল
৬ ঘন্টা আগে
দুই ওপেনার রিটায়ার্ড আউট হওয়ার পর বাকি ব্যাটারদেরও ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হয় এবং কোনো বলের মুখোমুখি না হয়েই রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের মধ্যে শূন্য রানে রিটায়ার্ড আউট হয়েছেন ৮জন ব্যাটার।

জবাবে খেলতে নেমে ২৯ রান অল আউট হয় কাতার। ফলে ১৬৩ রানে বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাতারের মেয়েদের। তাদের ব্যাটারদের মধ্যে রানের খাতা খোলার আগে ফেরেন ৭ জন। মোট ১৫ জনের শূন্য রানে ফেরার ঘটনাও মেয়েদের টি-টোয়েন্টিতে রেকর্ড।
এখনও পর্যন্ত বাছাইপর্বের ‘বি’ গ্রুপে শীর্ষে আছে আরব আমিরাত। গ্রুপ পর্বের পর শীর্ষ তিন দল সুপার থ্রি রাউন্ডে খেলবে, যেখান থেকে দুই দল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নিশ্চিতভাবেই সংযুক্ত আরব আমিরাতের এমন অভিনব সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতে আরও দেখা যেতে পারে।