আগে মোহামেডান, পরে আবাহনীঃ মাশরাফি

ছবি:

২০০৫ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ফুটবল অঙ্গনকে কাঁদিয়ে চলে যান দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত, এদেশের ফুটবলের অনন্য নক্ষত্র মোনেম মুন্না।
নিজের খেলোয়াড়ি জীবনে ১৯৮৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছিলেন দেশের সর্বকালের সেরা এই সেন্টার ব্যাক। পরবর্তীতে কিডনি রোগে মারা যাওয়ার আগ পর্যন্ত দলটির ম্যানেজার হিসেবে ছিলেন তিনি।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তার ভক্ত। সম্প্রতি এমপিটি র্যাপিড ফায়ারের এক ইউটিউব ভিডিওতে দেশের ফুটবল ক্লাব গুলোর প্রতি ভালবাসা প্রদর্শন করতে দেখা যায় মাশরাফিকে। কথা প্রসঙ্গে মাশরাফি বলেন,

"ছোটোবেলা থেকেই মোহামেডান সমর্থন করতাম। এরপরে আবাহনী যখন টানা তিনবার চ্যাম্পিয়ন হয়, তখন আবাহনীর প্রতিও দুর্বলতা বাড়ে। বিশেষ করে মোনেম মুন্না ভাই মারা যাওয়ার পরে আবেগ কাজ করে বেশি।
"কেননা লম্বা একটা সময় ধরে তিনি আবাহনীর সাথে ছিলেন। বলতে পারেন খেলোয়াড়ি জীবনের আগে মোহামেডান সমর্থন করতাম, কিন্তু পরে আবাহনী সমর্থন করতে শুরু করি।"
উল্লেখ্য, ফুটবলের প্রতি মাশরাফির ভালবাসার কমতি নেই। টাইগারদের অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলা হলে সেখানে বেশ দাপটের সঙ্গেই খেলেন মাশরাফি। ব্যক্তিগত জীবনে আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার বড় ভক্ত তিনি।