মিরপুরে মাশরাফি, মাশরাফি রব

সংবাদ
মিরপুরে মাশরাফি, মাশরাফি রব
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বিপিএলের সেরা হওয়ার দৌড়ে রংপুরের দেয়া ২০৭ সালের কঠিন লক্ষ্যে ব্যাট করছে ঢাকা। গেইল-ম্যাককালামের ব্যাটিং ঝড়ের পর বল হাতে রংপুরকে এগিয়ে দেন কাপ্তান মাশরাফি। 

ইনিংসের প্রথম ওভারেই মেহেদি মারুফকে লেন্থ বলে লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারে বড় ধাক্কা খায় রংপুর। সোহাগ গাজির অফ স্পিনে ০ রানে সাজঘরে ফিরে যান জো ডেনলি। 

টানা দুই উইকেট পতনে দলের হাল ধরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। তবে রংপুরের ভয়ের কারন ছিলেন এভিন লুইস। বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের হুমকি দিচ্ছিলেন তিনি।

কিন্তু চতুর্থ ওভারে গাজির বোলিংয়ে বাউন্ডারির হাঁকানোর নেশায় টাইমিংয়ে গড়বড় করে বসেন লুইস। লং অন থেকে পেছনে দৌড়ে এসে অবিশ্বাস্য ক্যাচ ধরে বসেন মাশরাফি। 

এর আগে বিপিএলের ফাইনালের লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২০৬/১ সালের বড় পুঁজি গড়ে রংপুর। শুরুতে দেখেশুনে খেললেও শেষের দিকে গেইল ও ম্যাককালামের দেড়শ রানের জুটিতে দুইশ ছাড়ানো স্কোর পায় মাশরাফিরা। এক ক্রিস গেইলের ব্যাট থেকেই এসেছে অপরাজিত ১৪৬ রানের অবিশ্বাস্য ইনিংস। ৫১ রানে অপরাজিত ছিলেন ম্যাককালাম।

ঢাকা ডাইনামাইটস একাদশ-

মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক)। শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন সৈকত, সুনীল নারীন, জহুরুল ইসলাম (উইকেট রক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ।

রংপুর রাইডার্স একাদশ-

জনসন চার্লস, ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম, রবি বোপারা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, ইসুরু উদানা। 

আরো পড়ুন: this topic