বিপিএলে নিষিদ্ধ হতে পারে কুমিল্লা

ছবি:

বিপিএলের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে। মিরপুরের উইকেট নিয়ে অধিনায়ক তামিম ইকবালের খোলামেলা সমালোচনা এবং তার সমর্থনে কোচ সালাউদ্দিনের মন্তব্য উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটিকে চিঠি দিয়েছে বিসিবি।
এছাড়া চিঠিতে প্লেইং কন্ডিশন নিয়ে কুমিল্লা ভিক্টরিয়ান্সের আচরনের ব্যাখ্যা চেয়েছে বিসিবি। সোমবারের মধ্যেই বিসিবিকে চিঠির জবাব দিতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
উত্তর সন্তোষজনক না হলে বাতিল হতে পার বিপিএলে কুমিল্লার সদস্যপদ। শেখ সোহেল, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য চ্যানেল ২৪ কে বলেছেন,

'এইসব বিষয়ে আমরা আগেও শক্ত ছিলাম। ভবিষ্যতেও শক্ত থাকব। এখানে আমরা নতজানু হব না। এর জন্য যা যা আনুষ্ঠানিকতা মেনে চলা দরকার, সেটা আমরা করবো।
সেটা যেই ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন, আমরা কঠোর অবস্থানে থাকব। ফ্র্যাঞ্চাইজি যদি এমন কোন নিয়ম ভাঙ্গে তাহলে আইনগত ভাবে চুক্তি বাতিল নিয়েও আমাদের ভাবতে হবে।'
বিপিএলে ২০১৫ সালে প্রথমবারের মত অংশ নিয়েছিল কুমিল্লা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা জিতে নেয় দলটি। ২০১৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও চলতি মৌসুমে দারুন পারফর্ম করেছে কুমিল্লা।