মুশফিককে চাপমুক্ত করতে অধিনায়ক সাকিব

সংবাদ
মুশফিককে চাপমুক্ত করতে অধিনায়ক সাকিব
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সকল হিসেব নিকেশ চুকিয়ে চূড়ান্তভাবে বিদায় নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর হাথুরু বিদায় নেয়ার পরদিনই রীতিমত বোমা ফাটালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

রবিবার এক বোর্ড মিটিংয়ে আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছেন পাপন। মূলত মুশফিকুর রহিমকে চাপ মুক্ত রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। পাপন বলেন, 'টেস্ট ক্যাপ্টেন পরিবর্তন করছি। এখন থেকে আগামী সিরিজ থেকে টেস্ট ক্যাপ্টেন হবে সাকিব। ভাইস ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।'

 সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে সরাসরি কিছুই বলতে চাননি পাপন। শুধু জানিয়েছেন মুশফিক যাতে ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগী হন সেই উদ্দেশ্যেই তাঁকে সরানো হয়েছে। পাপনের ভাষ্যমতে, 

'নির্দিষ্ট কোনো কারণ আছে তা না। থাকলেও সবসময় তা বলা যাবে না। আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়া দরকার আমরা মুশফিকের কাছ থেকে সেরা ব্যাটিংটা চাই আমরা মনে করেছি তাতে করে সে ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগী হোক। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি এবং ওভারঅল আমরা সামনে একটা প্ল্যান করেছি আগামী ৪-৫ বছরের জন্য তারই একটা পদক্ষেপ।'

আরো পড়ুন: this topic