মিরপুরে আরেক 'গেইল' জনসন চার্লস

সংবাদ
মিরপুরে আরেক 'গেইল' জনসন চার্লস
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বৃষ্টির ভাবনা মাথায় ছিল দুই দলেরই। এমন ম্যাচে টসের উপর নির্ভরতা স্বভাবতই বেড়ে যায়। সেই জায়গায় জিতে যায় তামিমের কুমিল্লা। ব্যাটিং সহায়ক উইকেটে আগের ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইলদের ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।

তবে গেইল নয়, আসল চমক দেয় জনসন চার্লস। গেইলময় ব্যাটিংয়ে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। অন্য প্রান্তে ক্রিস গেইল তখন সময় নিয়ে খেলছিলেন। বিপদ ঘটে তৃতীয় ওভারে।

রান নিতে গিয়ে বলের উপর পা দিয়ে গোড়ালিতে ব্যাথা পান তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাট করার জন্য প্রস্তুত হলেও বেশীক্ষণ স্থায়ী হয়নি গেইলের ইনিংস। অফ স্পিনার মেহেদি বলে তুলে মারতে গিয়ে তিন রানে ক্যাচ আউট হন তিনি। 

তবে অন্য প্রান্তে জনসনের ঝড় থামেনি। ব্যাটিং পাওয়ার প্লেতে তার ব্যাটে ভর করেই ৪৫ রান তুলে নেয় রংপুর। 

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, রুবেল হোসাইন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, উদানা, সোহাগ গাজী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, জস বাটলার, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, হাসান আলী, মেহেদী হাসান, গ্রাহাম ক্রেমার, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন।

আরো পড়ুন: this topic