তারকায় ভরা দল নিয়ে মাঠে নামছে দুই দল

ছবি:

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই বাঁচা মরার লড়াইয়ে জয়ীরা বিপিএলের পঞ্চম আসরের জাঁকজমকপূর্ণ ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মোকাবেলা করবে।
ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল।

রংপুর রাইডার্স:গেইল, চার্লস, ম্যাককালাম, মিথুন, বোপারা, নাহিদুল, রুবেল, মাশরাফি, নাজমুল, উদানা, গাজী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম, লিটন, ইমরুল, বাটলার, স্যামুয়েলস, মালিক, হাসান আলী, মেহেদী, ক্রেমার, আল-আমিন হোসেন, সাইফুদ্দিন।