পাইবাসকে চান না তিন অধিনায়ক

ছবি:

রিচার্ড পাইবাস বাংলাদেশের মাটিতে দ্বিতীয় ইনিংস শুরু করুক, এটা চাচ্ছে না তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের তিন কাপ্তান। মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান বোর্ড সভাপতি নাজমুল হাসানকে নিজেদের অভিমত জানিয়েছেন।
প্রথম আলোর প্রতিবেদনে জানা গেছে, চণ্ডিকা হাথুরুসিংহের বিদায়ের দিনেই তিন অধিনায়ক ও কোচিং স্টাফদের সাথে বৈঠক করেছেন নাজমুল হাসান। বৈঠকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে কোচ ছাড়া খেলার জন্য নিজেদের প্রস্তুত থাকতে বলা হয়।

তিন অধিনায়কের এই ইস্যুতে কোন আপত্তি ছিল না বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। সব মিলিয়ে ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান কোচ পাইবাসের বাংলাদেশ দলের কোচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলা যায়।
যদিও বোর্ড সভাপতি নাজমুল হাসানের কাছে রিচার্ড পাইবাসের প্রেজেন্টেশন বেশ পছন্দ হয়েছিল। ১০ বছরের দীর্ঘ পরিকল্পনা নিয়েই বাংলাদেশে এসেছিলেন তিনি।
রবিবার আবার কোচ পদের জন্য প্রেজেন্টেশন দিতে ঢাকায় এসেছেন ফিল সিমন্স। কোচ পদে বিসিবির শর্ট লিস্টে আরও আছেন সাবেক অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী কোচ জিওফ মার্শ।