চলে এসেছেন হাথুরু, সকালে আসছেন সিমন্স

ছবি:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রাতে বাংলাদেশে এসে পৌঁছিয়েছেন সাকিব-তামিমদের সদ্য বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বেশ কদিন আগে আসার কথা থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে (এসএলসি) চুক্তি সম্পন্ন করে তবেই বাংলাদেশে পা রাখলেন হাথুরু।
মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করার জন্যই তাঁর এই সফর। কেননা বাংলাদেশের সাথে তাঁর চুক্তির মেয়াদ ছিলো ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু মাঝপথেই হঠাৎ করে টাইগারদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

শোনা যাচ্ছিলো নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হওয়ার জন্যই সরে দাঁড়িয়েছেন হাথুরু। শেষ পর্যন্ত অবশ্য সেই ধারণাই সত্য হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবেই এখন থেকে পরিচিতি পাবেন তিনি।
জানা গেছে বিসিবির কাছে এখনও কিছু পাওনা আছে হাথুরুর। সেসকল পাওনা চুকিয়ে ফেলাটাও এই সফরের উদ্দেশ্য তাঁর। এদিকে হাথুরুর পর আজ সকালেই বাংলাদেশে আসছেন টাইগারদের কোচ হওয়ার দৌড়ে থাকা ক্যারিবিয়ান ফিল সিমন্স।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশে পা রাখার দিনই বিসিবিতে সাক্ষাৎকার দিবেন সিমন্স।