'সাত বলে ওভার' আম্পায়াদের অনিচ্ছাকৃত ভুল?

ছবি:

রংপুর-সিলেটের মধ্যকার বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পেসার কামরুল হাসান রাব্বির করা সাত বলের ওভার নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট সিক্সার্সের কর্মকর্তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিসিবির সাথে আলাপ করেছে বলে জানিয়েছেন দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। সাংবাদিকদের তিনি বলেছেন,

'আমরা একটা বৈঠক করেছি। বিষয়টি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। আর বিসিসি কি পেয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। তারা এখন পর্যন্ত কোন কনক্রিট সমাধানে আসতে পারেনি। ব্যাপারটাকে তদন্তের মধ্যে রয়েছে।'
তদন্ত মাঝামাঝি অবস্থায় থাকলেও বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক রংপুর-সিলেট ম্যাচের আম্পায়ারদের পক্ষেই কথা বলেছেন। তার ভাষায়, 'এখন পর্যন্ত মনে হচ্ছে বিষয়টি ইচ্ছাকৃত মনে হয়নি।'
তবে এমন ঘটনার পর আম্পায়ারিং নিয়ে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করবে বিসিবি। 'সামনে এই ব্যাপার গুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আম্পায়ারদের সাথে বৈঠক করবো। প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের আরও সতর্ক করার চেস্টা করবো।'