ফিরে গেলেন বোপারাও

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
শুরু থেকেই দারুণ দেখেশুনে খেলছে রংপুর। তবে এই রিপোর্ট লিখার সময় রংপুরের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ৮৫ রান। উইকেটে আছেন মোহাম্মদ মিথুন (১৮ বলে ১৮*) এবং রবি বোপারা (৮ বলে ৪*)।

এর আগে উইকেট ছাড়ার আগে দুইটি চার এবং একটি ছক্কায় ১১ বলে ১৫ রান সংগ্রহ করেন ম্যাককালাম। খুলনার ফিল্ডার আরিফুলের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়তে মাঠ ছাড়েন তিনি।
তার উইকেটটি নিয়েছেন শফিউল ইসলাম। এর আগে ওপেনার জিয়াউর রহমানের উইকেটটি নিয়েছিলেন আবু জায়েদ রাহী। এখন পর্যন্ত শেষ হয়েছে ১২ টি ওভার।
এদিকে দিনের প্রথম খেলায় চিটাগাং ভাইকিংসকে ১০ উইকেটে হারিয়েছে নাসিরের সিলেট সিক্সার্স। এই জয়ের ফলে প্লে অফের শেষ মুহূর্তের আশা বাঁচিয়ে রাখলো নাসিরের দল