ম্যাচ জিতেও পিচ কিউরেটরদের কাঠগড়ায় দাঁড়া করালেন তামিম

ছবি:

মাত্র ৯৭ রান অতিক্রম করতে ১৯.৩ ওভার পর্যন্ত খেলতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। হারাতেও হয়েছে ছয় উইকেট। তারপরেও রংপুর রাইডার্সের বিপক্ষে এই জয় মেনে নিতে কষ্ট হচ্ছে তামিমের। মিরপুরের উইকেট নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন তুলেছেন তিনি।
পুরস্কার বিতরণীতে জানিয়েছেন, "বোলাররা ভালো করার পরে ব্যাটসম্যানদের আরও ভালো করা উচিত ছিল। আমরা নিজেরাই সহজ লক্ষকে কঠিন করেছি। দিনশেষে অবশ্য জয় আমাদের।
দশ দিন ঢাকায় খেলা না হওয়ার পরেও উইকেটটি ঠিক ভাবে বানায়নি কিউরেটররা। দর্শক কখনোই ৯০-৯৫ রান দেখতে আসে না। বোলিংয়ে মুজিব দুর্দান্ত ছিল। এই ম্যাচ জিতেও ভালো লাগছে খুব।"

এদিকে এই ম্যাচে চার ওভারে ১৫ রান দিয়ে এক উইকেট নেওয়া হাসান আলিও পিচের বদনাম করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে এই পাকিস্তানী বোলার জানিয়েছেন,
"আমরা স্পিনারদের দিয়ে ম্যাচ শুরু করেছি। কেননা পিচ স্পিন সহায়ক ছিল। এরপরে পেসাররা স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করার চেষ্টায় ছিল। এই পিচ সুন্দর না, খেলার উপযোগী কম।
বল উপরে নিচে ওঠা নামা করে। আমি চেষ্টা করেছি স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে উইকেট নেওয়ার। এবারের বিপিএলে পারফর্মেন্স নিয়ে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট।"