ফের ধ্বসের মুখে ব্যাটিংয়ে মাশরাফি

ছবি:

বিপিএলে ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাট করছে মাশরাফির রংপুর। তবে শুরুটা ভালো হয়নি রংপুরের। ভয়ঙ্কর ক্রিস গেইলকে ইনিংসের দ্বিতীয় ওভারেই হারিয়ে বসে রংপুর।
কুমিল্লার তরুন অফ স্পিনার মেহেদি হাসানের স্পিনে সরাসরি বোল্ড হন গেইল। শুন্য রানে সাজঘরে ফিরতে হয় এই ক্যারিবিয়ানকে। একই ওভারে ফের উইকেট হারায় রংপুর।
আরেক ওপেনার জিয়াউর রহমানকেও বোল্ড করেন এই তরুন স্পিনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই রানে দুই উইকেটের দলে পরিনত হয় রংপুর। জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়া কুমিল্লার হয়ে ইনিংস গড়ার দায়িত্ব নেন ম্যাককালাম ও মিঠুন।
কিন্তু উইকেট জমে গিয়েও ইনিংস লম্বা করতে পারেনি মিঠুন। সাইফুদ্দিনের বলে কভারে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান তিনি। ধুঁকতে থাকা রংপুরকে টেনে তোলার চেস্টা করেই পারেনি অভিজ্ঞ দুই বিদেশি ম্যাককালাম ও রবি বোপারা।

আল আমিনের করা ১০তম ওভারে রান আউট হন ৪ রান করা বোপারা। ঠিক পরের ওভারে ব্যক্তিগত তৃতীয় উইকেট হিসেবে ম্যাককালামকে সাজঘরে পাঠান মেহেদি হাসান।
আসা যাওয়ায় মিছিলে যোগ দেন কাপুগেদারাও। এবার হাসান আলিকে উইকেট দিয়ে আসেন তিনি। ৬২ রানে ছয় উইকেট হারিয়ে বিপদের মুখে ব্যাট হাতে ফর্মে থাকা কাপ্তান মাশরাফিকে ফের মান বাঁচানোর দায়িত্ব দিয়ে মাঠে নামতে হয়।
কুমিল্লা ভিক্টরিয়ান্সঃ তামিম ইকবাল , লিটন দাশ , ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জোস বাটলার, শোয়েব মালিক, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আল আমিন হোসেন, মুজিবুর রহমান।
রংপুর রাইডার্সঃ ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রবি বোপারা, চামারা কাপুগেদেড়া, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, ইশুর উদানা, সোহাগ গাজী।