মেহেদিতে বোকা বনলেন গেইল-জিয়া

ছবি:

বিপিএলে ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাট করছে মাশরাফির রংপুর। তবে শুরুটা ভালো হয়নি রংপুরের। ভয়ঙ্কর ক্রিস গেইলকে ইনিংসের দ্বিতীয় ওভারেই হারিয়ে বসে রংপুর।
কুমিল্লার তরুন অফ স্পিনার মেহেদি হাসানের স্পিনে সরাসরি বোল্ড হন গেইল। শুন্য রানে সাজঘরে ফিরতে হয় এই ক্যারিবিয়ানকে। একই ওভারে ফের উইকেট হারায় রংপুর।
আরেক ওপেনার জিয়াউর রহমানকেও বোল্ড করেন এই তরুন স্পিনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই রানে দুই উইকেটের দলে পরিনত হয় রংপুর।

কুমিল্লা ভিক্টরিয়ান্সঃ তামিম ইকবাল , লিটন দাশ , ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জোস বাটলার, শোয়েব মালিক, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আল আমিন হোসেন, মুজিবুর রহমান।
রংপুর রাইডার্সঃ ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রবি বোপারা, চামারা কাপুগেদেড়া, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, ইশুর উদানা, সোহাগ গাজী।