বিপিএল ছেড়ে প্রস্তুতি ক্যাম্পে আফিফ-সাইফরা

ছবি:

আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২তম আসর। আর আসন্ন এই বিশ্বকাপে অংশ নেয়ার আগে নিজেদের পুরোদমে প্রস্তুত করতে চায় টাইগার যুবারা।
পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প । বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাউসার আসন্ন ক্যাম্পটি নিয়ে কথা বলেছেন সময় সংবাদের সাথে।
সেখানে তিনি জানিয়েছেন, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) এবং চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) যেসব ক্রিকেটাররা ভালো খেলছেন তাদের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনিক-সাইফরা।

তিনি বলেন, 'প্লেয়ারদের ফিটনেস টেস্ট করা হবে। এছাড়া প্রতিযোগিতামূলক তিনটা প্রস্তুতি ম্যাচ হবে।' আর এই প্রস্তুতি ক্যাম্পে অংশ নিবেন বিশজন ক্রিকেটার। যেখান থেকে ১৫ জনকে নিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।
বাকিরা থাকবেন স্ট্যান্ডবাই তালিকায়। জানা গিয়েছে দুই একদিনের মধ্যে দলও ঘোষণা করা হবে। সুযোগ পাওয়া ক্রিকেটারদের ভুল ত্রুটি নিয়ে কাজ করা হবে বলে জানান এ ই এম কাউসার।
এছাড়াও সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ক্রিকেটাররা কিছু দিক দিয়ে উন্নতিও করেছেন বলে জানান তিনি। কাউসার আরও বলেন, 'টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা খেলোয়াড়দের ভুলগুলো নিয়ে কাজ করেছেন। তাদের কিছু উন্নতিও হয়েছে, যার ফল আমরা এশিয়া কাপে পেয়েছি।'