সিলেটের সুখবর

সংবাদ
সিলেটের সুখবর
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বিপিএলের পরে ১০ দিনের ছুটি কাটিয়ে আবারো ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দলের ক্রিকেটাররা। চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশে সফর করবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দল। 

নতুন বছরের শুরুতেই ওয়ানডে ক্রিকেটে মেতে উঠবে বাংলাদেশ। ডাবল লিগ পদ্ধতিতে তিন জাতি টুর্নামেন্টের আয়োজন করবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে লঙ্কানদের সাথেই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজে টেস্ট ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের ম্যাচ গুলোর ভেন্যু এখনো নিশ্চিত করা হয় নি। তবে নতুন খবর হলো, শ্রীলঙ্কা সিরিজের একটি ম্যাচ আয়োজন করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বিপিএলের পঞ্চম আসরের সাফল্যের পর সিলেটের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চাইছে বিসিবি। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর টিভিকে সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, 'একটি টি-টুয়েন্টি ম্যাচ হয়তো সিলেটে হবে। তারপর বাকী একটি টি-টুয়েন্টি ও পাঁচটি ওয়ানডে আমরা ঢাকায় আয়োজন করার চেস্টা করব।'

এছাড়া ত্রিদেশীয় সিরিজের ভেন্যু হিসেবে ঢাকাকেই পছন্দ করছে বিসিবি। 'ট্রাই নেশন সিরিজ কিন্তু ঢাকায় হচ্ছে। টেস্ট আবার ঢাকার বাইরে হবে। সম্ভবত একটা টেস্ট চিটাগংয়ে হবে। একটি প্রস্তুতি ম্যাচ চিটাগংয়ে হবে।,' জানিয়েছেন আকরাম খান।

আরো পড়ুন: this topic