promotional_ad

দেখতে ভালো হওয়ায় ঈর্ষা করত সিনিয়ররা: শেহজাদ

পডকাস্টে কথা বলছেন আহমেদ শেহজাদ
সুদর্শন ক্রিকেটার হিসেবে পরিচিতি ছিল আহমেদ শেহজাদের। তবে দেখতে ভালো হওয়াই নাকি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের এই ক্রিকেটারের জন্য। এমনকি পাকিস্তান দলের সিনিয়র ক্রিকেটাররাও নাকি মেনে নিতে পারেননি তার ভক্ত সমর্থক বেড়ে যাওয়ার ব্যাপারটি।

promotional_ad

সম্প্রতি শেহজাদ হাজির হয়েছিলেন আহমেদ আলী বাটের পডকাস্টে। সেখানেই নিজের ক্যারিয়ারের এমন সময়ের ঘটনা সামনে এনেছেন। শুধু শেহজাদই নন, পাকিস্তান দলে আরও বেশ কয়েকজন ক্রিকেটারও নাকি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।


আরো পড়ুন

ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম তৈরির প্রস্তাব শেহজাদের

২১ ডিসেম্বর ২৪
আহমেদ শেহজাদ, সংগৃহীত

এ প্রসঙ্গে শেহজাদ বলেন, ‘দেখতে ভালো হওয়াটাও অনেক সময় আমার জন্য সমস্যার কারণ হয়েছে। আমাদের জগতে, আপনি যদি দেখতে ভালো হন, সুন্দর পোশাক পরেন, ভালো কথা বলেন, কিছু মানুষ আপনাকে ঈর্ষা করতে শুরু করবে।’


তিনি আরও যোগ করেন, ‘এটার (দেখতে ভালো) জন্য পাকিস্তান দলে আমি লক্ষ্যবস্তু ছিলাম। আমি শুধু নিজের কথা বলছি না। দলে আরও কেউ কেউ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। যদি আপনার ভক্ত-সমর্থক বাড়তে শুরু করে, মানুষ আপনাকে বাহবা দিতে শুরু করে, কিছু সিনিয়র ক্রিকেটার সেটা মানতে পারত না।’



promotional_ad

লাহোরের আনারকলি থেকে উঠে এসেছেন শেহজাদ। খুব অগ্রসর এলাকা না হলেও শেহজাদ নিজের চেষ্টাতেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভিত গড়ে ফেলেছিলেন। এ কারণেও পাকিস্তান দলে বৈষম্যের স্বীকার হতে হয়েছিল বলে দাবি শেহজাদের।


আরো পড়ুন

এসএ টোয়েন্টির জন্য স্কোয়াডে ১৫ জনও পাচ্ছে না সাউথ আফ্রিকা

৪ মিনিট আগে
দ্বিতীয় সারির দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা

তার ভাষ্য, ‘আমি ছোট একটি এলাকা থেকে এসেছি। যখন আমি (নৈপুণ্যের জন্য) স্বীকৃতি পেলাম, তখন নিজেকে নিয়ে কাজ করেছি, ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়েছি। কিন্তু পাকিস্তান দলে এটাই তাৎপর্যপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।’


পাকিস্তানের হয়ে ১৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শেহজাদ। তবে ২০১৯ সালের পর পাকিস্তানের জার্সিতে আর খেলার সুযোগ পাননি তিনি। এরপরও ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত বছর পাকিস্তান সুপার লিগে কোনো দল পাননি তিনি। এরপর তিনি সেটাকে ইচ্ছাকৃত বলেও অভিযোগ তুলেছিলেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball