জিসানের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সিলেটের জয়
![জিসান আলম, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/682d42778cKagba69Iac95N8.jpg)
ছবি: জিসান আলম, ক্রিকফ্রেঞ্জি
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৪ রান করে খুলনা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। দলটির হয়ে ৩৪ বলে অপরাজিত সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
নাইম ঝড়ে ঢাকা ডার্বিতে জিতে মেট্রোর চারে চার
১৫ ডিসেম্বর ২৪![নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/f56fek3145b92c3fgS84y0uo.jpg)
যে ইনিংসে ছিল দুটি চার এবং তিনটি ছক্কার মার। এ ছাড়া জিয়াউর রহমান ১৭ বলে ২১ ও মোহাম্মদ মিঠুন ১৬ বলে ২০ রান করেন। মূলত ইবাদত এবং নাবিলের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি খুলনা।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
সিলেটের হয়ে এ দিন দুটি করে উইকেট শিকার করেন এই দুই বোলার। জবাবে শুরুটা দারুণ করে সিলেট। উদ্বোধনী জুটিতে তৌফিক খান তুষারের সাথে ৭৮ রানের জুটি গড়েন জিসান। ২৮ বলে ২৪ রান করে জায়েদ উল্লাহর বলে তুষার বিদায় নিলেও জিসান দলের হাল ছাড়েননি।
১৬তম ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে যখন তিনি বোল্ড হয়ে বিদায় নেন তখন তার সংগ্রহ ৪৮ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৩ রান। শেষদিকে তোফায়েল আহমেদের ১২ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট।
খুলনার বোলারদের হয়ে এ দিন একটি করে উইকেট নেন জায়েদ উল্লাহ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং নাহিদুল ইসলাম। পয়েন্ট টেবিলে সিলেট এবং খুলনার অবস্থান ভালো নয়। দুই দলই চার ম্যাচের তিনটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে সিলেট আছে ছয় নম্বরে, আট নম্বরে আছে খুলনা।