promotional_ad

ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে গ্রেপ্তার সাকিবের লঙ্কা টি-টেন দলের মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর (ডানে), গল মারভেলস
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে লঙ্কা টি-টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠাকুরকে। বৃহস্পতিবার হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল গলের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়ে যায়। এদিনই পাল্লেকেলেতে গ্রেপ্তার হয়েছেন গল ফ্র্যাঞ্চাইজিটির মালিক।

promotional_ad

এই সংবাদটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজওয়ার ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তারা জানিয়েছে প্রেম ঠাকুরকে আটক করেছে শ্রীলঙ্কান স্পোর্টস পুলিশ। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগ করা হয়েছে।


গল মারভেলসে খেলা এক ক্যারিবীয় ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই ক্রিকেটার ফিক্সিংয়ের প্রস্তাব গ্রহণ করেননি। তিনি এই বিষয়টি দ্রুতই জানিয়ে দেন পুলিশের কাছে। এই অভিযোগ পেয়েই পাল্লেকেলে স্টেডিয়াম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


promotional_ad

শুক্রবার কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এদিকে লঙ্কা টি-টেনে এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে দলটির হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব।


টি-টেন ক্রিকেটে ফিক্সিংয়ের ঘটনা নতুন কিছু নয়। কদিন আগেই ফিক্সিংয়ের অভিযোগে আবুধাবি টি-টেনের দল পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচ সানি ধিলনকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( আইসিসি)। এই দলে খেলেই নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball