promotional_ad

নিষেধাজ্ঞা থেকে মুক্ত ডিকওয়েলা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন ডোপ টেস্ট ব্যর্থ হয়েছিলেন নিরোশান ডিকওয়েলা। এর ফলে গত আগস্টে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। লঙ্কান এই ক্রিকেটারের নিষিদ্ধ ঔষধ সেবনের প্রমাণ পেয়েছিল শ্রীলঙ্কা অ্যান্টি-ডোপিং এজেন্সি।

promotional_ad

এরপরই তাকে কঠোর শাস্তি দেয়া হয়। তবে তিন মাস পেরুতেই তার শাস্তি তুলে দেয়া হয়েছে। শাস্তি পাওয়ার পরই আপিল করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি আত্মপক্ষ সমর্থন করে কিছু প্রমাণও পেশ করেছিলেন। তার ভিত্তিতেই শাস্তি তুলে নেয়া হয়েছে।


ডিকোওয়েলার দাবি টুর্নামেন্ট চলাকালীন কোনো নিষিদ্ধ ঔষধ সেবন করেননি তিনি। এমনকি যা খেয়েছিলেন তা কোনোভাবেই পারফরম্যান্স বুস্টারও নয়। তার সেবন করা ঔষধের মধ্যে এমন কিছু ছিল না। এরপর আবারও ক্রিকেটে ফেরার অনুমতি চান তিনি।


promotional_ad

আর তাতেই সুখবর পেলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেট। ডিকওয়েলা চলতি বছর লঙ্কানদের হয়ে কোনো ম্যাচে খেলতে পারেননি। এ বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকলেও কোনো ম্যাচে খেলা হয়নি তার। লঙ্কানদের হয়ে ডিকওয়েলা সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের মার্চে।


ক্যারিয়ারে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ডিকওয়েলা। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি। তার বিরুদ্ধে দলের শ্রীঙ্খলা ভঙ্গের অভিযোগও এসেছে একাধিকবার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball