কিউইদের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

সংবাদ · নিউজিল্যান্ড- ইংল্যান্ড সিরিজ
কিউইদের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনই জয়ের প্রহর গুনছিল ইংল্যান্ড। চতুর্থ দিন যেন কেবলই আনুষ্ঠানিকতা! ছকের বাইরে থেকে কিছুই করা হলো না নিউজিল্যান্ডের। ইংল্যান্ডকে তারা মাত্র ১০৪ রানের লক্ষ্য দেয়। সেই লক্ষ্য আট উইকেট হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

প্রথম ইনিংসে ৩৪৮ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫৫ রান করে দিন শেষ করে। তখন তাদের লিড ছিল মাত্র ৪ রানের। এই লিড যে খুব বেশি বড় করতে পারবে না নিউজিল্যান্ড, সেটা বোঝাই যাচ্ছিল।

৩১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন ড্যারেল মিচেল। চতুর্থ দিনে সেই ইনিংসকে ৮৪ রানে নিয়ে যান অভিজ্ঞ এই ব্যাটার। মিচেল একাই লড়াই করেছেন আজ। তার এই ইনিংসে নিউজিল্যান্ড থামে ২৫৪ রানে।

এ দিন অবশিষ্ট চার উইকেটে ৯৯ রান তোলে স্বাগতিকরা। আগের দিন কেন উইলিয়ামসন করেছিলেন ৬১ রান। এ ছাড়া বলার মতো আর ইনিংস নেই তাদের। স্বল্প লক্ষ্য তাড়ায় আগ্রাসী মনোভাব ছিল ইংল্যান্ডের।

শুরুটা অবশ্য ভালো হয়নি দলটির। জ্যাক ক্রলি আউট হন মাত্র এক রানে। ১৮ বলে ২৮ রান আসে বেন ডাকেটের ব্যাটে। টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন বেথেল।

এ ছাড়া অভিজ্ঞ জো রুট অপরাজিত থাকেন ১৫ বলে ২৩ রান করে। জয়ের বন্দরে পৌঁছাতে টি-টোয়েন্টি স্টাইলে খেলে ইংল্যান্ড। ফলে ১২.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা হন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। এর আগে হ্যারি ব্রুকের ১৭১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৪৯৯ রান।

আরো পড়ুন: this topic