সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক সান্টনার

সংবাদ · শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড সিরিজ
সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক সান্টনার
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নিউজিল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়েন কেন উইলিয়ামসন। এরপর দলটির অধিনায়ক কে হবেন সেই সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। এর মাঝেই আগামী মাসে শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা। আপাতত সেই সিরিজে দলকে নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে মিচেল সান্টনারের কাঁধে।

ঘরের মাঠে পরের সিরিজে সাদা বলের স্থায়ী অধিনায়ক ঘোষণা করা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আপাতত শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে এনজেডসি।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ন্যাথান স্মিথ ও উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে। গত মাসে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নেন স্মিথ। গত মার্চেই নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসে ঘরোয়া বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

গত মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন স্মিথ। সাদা বলের সব ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে ওয়েলিংটনের হয়ে স্মিথ মোট ২৪টি উইকেট নেন। ক্যারিয়ার সেরা বোলিং ছিল পাঁচ রান খরচায় চার উইকেট।

সবমিলিয়ে ব্যাটে-বলে তার রেকর্ডও বেশ ভালো। এখন পর্যন্ত ৪৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৭২ রান করেন তিনি। এ ছাড়া ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ উইকেট নেয়ার পাশাপাশি ১২৮.৪৯ স্ট্রাইক ৫০৫ রান করেন তিনি।

এদিকে গত বছর ২৪ বছর বয়সী হে'র নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে অভিষেক হয়। এপ্রিলে ক্যান্টারবুরির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন তিনি। ব্যাট হাতে তিনিও দারুণ এক ক্রিকেটার। ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ৪১০, ২৮টি টি-টোয়েন্টিতে ১৪৮.৭৯ স্ট্রাইক রেটে করেছেন ৩০৮ রান।

নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফউকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, উইল ইয়াং।

আরো পড়ুন: this topic