বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল আফগানিস্তান

সংবাদ · আফগানিস্তান- বাংলাদেশ সিরিজ
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল  আফগানিস্তান
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এমনটা নিশ্চিত করেছে। এই সিরিজের সূচিও প্রকাশ করেছে এসিবি।

এই সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ম্যাচটি ৯ নভেম্বর। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

সিরিজের ভেন্যু সম্পর্কে এখনও নিশ্চিত করে বলা হয়নি। তবে সম্ভাব্য ভেন্যু হিসেবে শারজাহকে বিবেচনা করা হচ্ছে। এই সিরিজটি ছিল আফগানিস্তান ফিউচার ট্যুর পোগ্রামের অংশ।

গত জুলাই-আগস্টে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতে প্রচণ্ড দাবদাহের কারণে এই সিরিজটি তখন হয়নি। আফগানিস্তান সাধারণত সেখানেই 'হোম ম্যাচ' খেলে থাকে।

বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে আফগানিস্তান। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে হাশমতউল্লাহ শহীদির দল।

আরো পড়ুন: this topic