আইপিএলের রিটেইন নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দিল বিসিসিআই

সংবাদ
আইপিএলের রিটেইন নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দিল বিসিসিআই
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এই নিলামের আগে এখনও চূড়ান্ত হয়নি দলগুলো কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে। মূলত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিদ্ধান্তের কারণে ঝুলে আছে বিষয়টি।

কদিন আগে জানানো হয়েছিল আইপিএলের রিটেইন নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আগস্টের শেষদিকে। মাস পেরিয়ে গেলেও এই ব্যাপারে খোলাসা করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার জানা গেছে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা।

এর আগেই আইপিএলের রিটেনশন নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। যদিও বোর্ডের বার্ষিক সাধারণ সভার সঙ্গে আইপিএলের কোনো যোগসাজশ নেই। তবে আইপিএলের সঙ্গে যুক্ত একাধিক বিসিসিআই কর্মকর্তার দাবি, এখনও ১০ দিন থেকে দুই সপ্তাহ লাগতে পারে সিদ্ধান্ত জানাতে।

যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোকে সময় সীমা জানিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্ত যখনই আসুক। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় আছে রিটেইন ক্রিকেটারদের নাম ঘোষণার জন্য। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামে যে ‘রাইট-টু-ম্যাচ’ বিকল্পও থাকছে সেটা এক প্রকাশ নিশ্চিত।

বিসিসিআইয়ের সিদ্ধান্তের কারণে ঝুলে আছে চেন্নাই সুপার কিংসের উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনির ভাগ্যও। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেটারকে 'আনক্যাপড' হিসেবে খেলাতে চায় চেন্নাই। তবে এই বিষয়টি নির্ভর করছে বাকি দলগুলোর মতামতের ওপর।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে কলকাতা নাইট রাইডার্সও আনক্যাপড ক্রিকেটার হিসেবে সুনীল নারিনকে খেলানোর দাবি জানিয়েছে। দুই ক্রিকেটারেরই জাতীয় দলের হয়ে ৫ বছরের বেশি সময় আগে খেলেছেন। আইপিএলের আগের নিয়ম অনুযায়ী আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলতে তাদের কোনো সমস্যা নেই। এখন দেখার বিষয় আইপিএলে পুরোনো নিয়ম ফেরে কিনা।

আরো পড়ুন: this topic