লর্ডসে উডের বদলি স্টোন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উরুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মার্ক উড। ইংল্যান্ডের গতিময় পেসারের জায়গায় লর্ডস টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন ওলি স্টোন। প্রথম টেস্টের একাদশ থেকে একটিই পরিবর্তন এসেছে। লর্ডস টেস্টের দুদিন আগে নিজেদের একাদশ জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় চোটের সঙ্গে লড়াই করেছেন স্টোন। তবে যখনই ফিট ছিলেন তখনই ইংল্যান্ডের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। হ্যামস্ট্রিংয়ের চোটে গ্রীষ্মের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকলেও লন্ডন স্পিরিট ও নটিংহ্যামশায়ারের হয়ে সব সংস্করণ মিলে ২৮ ম্যাচ খেলেছেন।

এক মৌসুমে নিজের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে নটিংহ্যামশায়ারের হয়ে চলতি মৌসুমে ৫২.৬৩ গড়ে ১১ উইকেট নিয়েছেন। এদিকে ইংল্যান্ডের পেস ইউনিটে উডের মতো একই রকম ভূমিকা পালন করবেন স্টোন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত মাসে প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে একটি ডেলিভারি করেছিলেন উড। ডানহাতি পেসারের গতিময় ডেলিভারি ছুঁতে চান স্টোন। ইসিবির আশা, ছোট ছোট স্পেলে লর্ডসে গতির ঝড় তুলছেন তিনি।
২০১৯ সালে লর্ডসে অভিষেক হওয়া স্টোন নিজের সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ তিন বছর পর আবারও ইংলিশদের হয়ে টেস্ট খেলতে নামবেন স্টোন।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, ওলি স্টোন, শোয়েব বাশির।