মার্করাম নেতৃত্ব পাওয়ায় অসন্তুষ্ট স্মিথ

ছবি:

মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হয়েছিলেন গ্রায়েম স্মিথ। আর কিছুদিন আগে ফাফ ডু প্লেসিস ইনজুরিতে পরায় মাত্র ২৩ বছর বয়সে দলের নেতৃত্ব পান এইডেন মার্করাম।
তার নেতৃত্বে ১-৫ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে আফ্রিকাকে। আর তাই সমালোচনার ঝড় বয়ে চলেছে মার্করামকে ঘিরে। এমনকি স্মিথ নিয়েও সমালোচনা করছেন মার্করামকে অধিনায়ক বানানোতে।
'আমার মনে হয়, এটা সঠিক সিদ্ধান্ত ছিল না। সবাই তার নেতৃত্ব নিয়ে কথা বলছে। সম্ভবত আমি এমনটা বললে খারাপ শোনাবে, কারণ আমি নিজেও খুব কম বয়সে নেতৃত্ব হাতে নিয়েছিলাম।

'আমার মনে হয়, এটা খন্ডকালীন ব্যাপার, পূর্ণমেয়াদে তাকে দায়িত্ব দেয়া হয়নি এখনো। বরঞ্চ আমি বলবো, সে আগে দলে জায়গা পাকা করুক, চেষ্টা করতে থাকুক এবং রান করুক।'
ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচে দলে ছিলেন না এবি ডি ভিলিয়ার্স। তিন ম্যাচ পরে তিনি ফিরলেও অধিনায়কত্ব করেন মার্করাম। এই সিদ্ধান্তে অবাক সাবেক প্রোটিয়া অধিনায়ক।
'খন্ডকালীন সময়ের জন্য, তিন ম্যাচ পর ভিলিয়ার্সের দায়িত্ব নেয়া উচিত ছিল। তারা জে পি ডুমিনি কিংবা আমলাকে শুরুর দিকে দায়িত্ব দিতে পারতো। মার্করামকে দিতে পারতো দলে থিতু হওয়ার সুযোগ।'