মুশফিকের জবাব

ছবি:

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অপরাজিত ৬৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন মুশফিক। এটা সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে তার সর্বোচ্চ রান।
এই ম্যাচ সহ এখন পর্যন্ত খেলা ৬২ টি টি-টুয়েন্টির ৫৪ ইনিংসে মুশফিকের রান ১৮.৩৪ গড়ে ৮০৭। স্ট্রাইক রেট ১১৫.৪৫। পঞ্চাশ রানের বা তার বেশি রানের ইনিংস আছে কেবল দুইটি।
অথচ এই মুশফিকই ওয়ানডে বা টেস্টে অন্যতম ভরসার প্রতীক। কিন্তু টি-টুয়েন্টিতে তিনি নিতান্তই ম্লান। এমনকি টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশত তিনি পেয়েছিলেন বৃহস্পতিবারের ইনিংসের ২৬ ইনিংস আগে!

২০১৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছিলো তার সেই অর্ধশত। অর্থাৎ সময়ের ব্যবধানে চার বছরের একটু বেশি সময় নিয়েছেন নিজের দ্বিতীয় অর্ধশত তুলে নিতে।
আর এই ২৬ ইনিংসের মধ্যে তার আশা জাগানিয়া ইনিংস ছিল কেবল একটি, ৪৭ রানের! এছাড়া এই সময়ে ২৬ রানের বেশি রান করতে পারেননি ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
আবার শেষ ৩০ টি ইনিংসে বেশীরভাগ সময়েই চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। এছাড়া ৫,৬,৭,৮ নম্বর পজিশনেও নেমেছেন বেশ কয়েকবার করে। ক্যারিয়ারে এই প্রথম তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।