ভুল শোধরানোর প্রত্যয় রিয়াদের

ছবি:

নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি রান করেও হারতে হল বাংলাদেশকে। আর ফ্ল্যাট উইকেটে করা ভুলগুলো খুব ভালো করেই নজরে পড়লো ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের।
প্রথমত, লঙ্কান বোলারদের মাঝের দিকের বেশ কয়েকটা ভালো বলে রান পায়নি বাংলাদেশ। আর এর বদলতে ১০-১৫ রানের আফসোসও আছে রিয়াদের কণ্ঠে।
"আরও ১০-১৫ রান বেশি হওয়া উচিত ছিল অবশ্যই। কিন্তু মাঝের সময়টায় যখন আমি ব্যাটিংয়ে ছিলাম তখন উদানা ভালো বল করছিলো। বেশ কিছু ইয়র্কার দিয়েছিলো সে। তখন সেভাবে রান ওঠেনি।"

সবকিছু মিলিয়ে এসব ভুল শুধরে সামনে আগাতে চান রিয়াদ। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে চুলচেরা বিশ্লেষণ করলেন উপস্থিত সাংবাদিকদের সামনে।
"আমার মনে হয়, এসব বিষয়ে আরও কাজ করা জরুরী। আর বোলিং ইউনিট হিসেবে আমাদের ভাবতে হবে কাকে, কখন, কিভাবে বল করে আমরা আরও ডট বল করতে পারি সেটা। আর এসব উইকেটে আপনাকে বাউন্সার বা ইয়র্কার দিতে হবে বেশি- এটা খেয়াল রাখতে হবে।"
শেষে প্রশংসা করেছেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপুর। "অনভিজ্ঞ বলবো না। সাইফুদ্দিন বেশ কয়েকটি ম্যাচ খেলেছে, রুবেল খেলেছে, মুস্তাফিজও, অপু নতুন হলেও সে খুব ভালো বোলিং করেছে। তার লাইন লেন্থ অনুযায়ী সে সফল ছিল। নতুন বোলার হিসেবে অসাধারণ খেলেছে অপু (২৫ রানে দুই উইকেট)।"