এই সাইফুদ্দিনই একদিন ম্যাচ জেতাবেঃ মাহমুদুল্লাহ

আন্তর্জাতিক
এই সাইফুদ্দিনই একদিন ম্যাচ জেতাবেঃ মাহমুদুল্লাহ
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

পুরো ম্যাচে ১২ বল করে সাইফুদ্দিন দিয়েছেন মাত্র একটি ডট বল। আর সাতটি বলেই চারের মার খেতে হয়েছে তাকে। সব মিলিয়ে রান দিয়েছেন ৩৩। ম্যাচে সাইফুদ্দিনের পারফরমেন্সই বলে দেয় ম্যাচের ফলাফলের কথা।

আর রেকর্ড ১৯৩ রান করেও হারার পরে স্বভাবতই আলোচনায় উঠে আসেন সাইফুদ্দিন। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও জানিয়েছেন এই বোলিং অলরাউন্ডার প্রসঙ্গে,  

"এটা বাজে ম্যাচ ছিল ওর (সাইফুদ্দিন) জন্য। পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। ও চেষ্টা করেছিলো, হয়তোবা ফিল্ডিং আমি যেভাবে সাজিয়েছি সেভাবে বল করতে পারেনি। আমি মনে করি, সে এসব নিয়ে কাজ করবে।"

তবে সাইফুদ্দিনে দারুণ আস্থা রিয়াদের। ২১ বছর বয়সী এই অলরাউন্ডারের দুর্দিনে পাশে দাঁড়ালেন তিনি। মাহমুদুল্লাহ'র বিশ্বাস, একদিন এই সাইফুদ্দিনই ম্যাচ জেতাবে বাংলাদেশ দলকে।

"দৃষ্টিকটু লাগার কিছু নেই। খেলতে খেলতেই শিখবে ইনশাল্লাহ। এই সাইফুদ্দিনই একদিন ম্যাচ জেতাবে বাংলাদেশকে, এটা আমি বিশ্বাস করি। তবে যত দ্রুত সে ভুলগুলো কাটিয়ে উঠতে পারে, সেটা তার জন্যেও ভালো দলের জন্যেও ভালো। 

"শুধু ওর উপরে দোষ দেওয়া ঠিক হবেনা। যখন আমরা জিতবো, তখন দল হিসেবেই, হারলেও আমরা দল হিসেবে হারবো। সুতরাং কাউকে আলাদা করার দরকার নেই।"


আরো পড়ুন: this topic