টি-টুয়েন্টির 'শুরুতেই' সমস্যা দেখছেন তামিম

ছবি:

ফরম্যাট বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় তামিমের ম্যাচ ওপেন করার সঙ্গীও! পেছনের কয়েকমাসে সমীকরণ পরিষ্কার। ত্রিদেশীয় সিরিজে তার সঙ্গী ছিলেন এনামুল হক। টেস্টে আসলেন ইমরুল কায়েস।
আর এবার টি-টুয়েন্টিতে সৌম্য সরকার। তবে এসব নিয়ে বিচলিত নন তামিম ইকবাল। বরঞ্চ দলের জন্য ব্যাটে বা বলে ভালো শুরুর প্রতিক্ষায় আছেন তিনি। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানান,
"শুরু তো আসলে সব ফরম্যাটেই গুরুত্বপূর্ণ। হয় আমরা ব্যাটিং অংশে ভাল শুরু করি, বা বোলিং অংশে। বিশেষ করে বাংলাদেশ ব্যাটিং বা বোলিং ভালো যখন ভালো শুরু করি, ওই সময় বেশির ভাগ সময় ভাল হয়। ব্যাটিং বা বোলিং- শুরুটা সব জায়গাতেই গুরুত্বপূর্ণ।"

তবে দলের ওপেনারদের নিজেদের ন্যূনতম ঝুঁকি থাকে বলে মনে করেন তামিম। বিশেষ করে টি-টুয়েন্টি ফরম্যাটে দ্রুত গতিতে রান তোলার জন্য ওপেনারদের খানিকটা 'স্যাক্রিফাইস' করতে হয়।
"ছয় মারার পর ডট কোনো বড় সমস্যা না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের সমস্যা টি-টুয়েন্টিতে শুরুটাই আমাদের জন্য কঠিন। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে আপনাকে শুরু থেকেই উইকেটটা 'স্যাক্রিফাইস' করার জন্য তৈরি থাকতে হবে।"
তবে শুরুতে উইকেট না হারিয়ে যদি একটু থিতু হয়ে খেলতে পারে ওপেনাররা, তবে তাদের রানে ভর করেই বড় স্কোরের ভিত গড়তে পারে কোনো দল, এমনটাই মনে করছেন তামিম।
"প্রথম ছয় ওভারে আপনি মারতে গেলে আউট হতেই পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ৩০-৪০ হলে আমাদের ৬০-৭০ করতে হবে। এই জায়গাতেই আমাদের একটু ঘাটতি আছে। কারণ ৩০ দিন শেষে ওই ৩০-ই।
"একটা ব্যাটসম্যান ওই ৩০-কে ৫০-৬০ করে দিলে নিজের জন্যও ভালো, দলের জন্যও ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। আমি মনে করি টি-টুয়েন্টি এমন একটা ফরম্যাট, শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন সেটা করবেন, তখন যেন সেটাকে বড় কিছু করা যায়।"