ক্যারিবিয়ানদের মাটিতে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট

আন্তর্জাতিক
ক্যারিবিয়ানদের মাটিতে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে উইন্ডিজ। আগামী জুন মাসে অনুষ্ঠেয় তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে (২৩ই জুন) শ্রীলঙ্কার বিপক্ষে বার্বাডোজে কিংস্টন ওভালে দিবা-রাত্রির ম্যাচটি খেলবে জেসন হোল্ডারের দল।

এর আগে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ই জুন, ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে। এরপরে জুনের ১৪ তারিখে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

গত বছরের ডিসেম্বরে অবশ্য উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, সিরিজের দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে। তবে মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে নতুন সূচি প্রকাশ করেছে।

তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, এখনো কিংস্টন ওভালে লম্বা ফরম্যাটের কোনো ম্যাচ খেলেনি লঙ্কানরা! অবশ্য গত দশ বছরের মধ্যে উইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে আসেনি লঙ্কানরা।

শেষবার খেলতে এসেছিল ২০০৮ সালে। সেবার অবশ্য সুসময় ছিল মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে খেলতে আসা লঙ্কান দলের। সিরিজের প্রথম টেস্ট জিতে শেষপর্যন্ত ক্রিস গেইলের নেতৃত্বে থাকা উইন্ডিজ দলের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে তারা।

ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ

আরো পড়ুন: this topic