চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে চায় লঙ্কানরা

promotional_ad

চট্টগ্রাম টেস্টে এখনও পিছিয়ে আছে লঙ্কানরা। তবে, সেটা মাত্র ৯ রানে। হাতে আছে আরও ৭ উইকেট। ফলে বোঝাই যাচ্ছে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তাই, বড় লিড দাঁড়া করাতে পারলে বড় ইনিংস ব্যবধানে জয়ের দিকে নজর দিতেই পারে লঙ্কানরা।


তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা টাইগারদের পরোক্ষ হুমকি দিয়েই রেখেছেন। তিনি জানিয়েছেন, বাকি সময়টা নিজেদের স্বাভাবিক ব্যাটিংটা চালিয়ে যেতে চায় লঙ্কানরা। বাকি কাজটা দলের তিন স্পিনারই করে দেবেন বলে বিশ্বাস এই লঙ্কান কোচের।


সামারাবিরার ভাষ্যমতে, ‘প্রথম দুই ঘণ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জুটি গড়ে যেতে হবে। আমাদের স্বাভাবিকভাবে ব্যাট করে যেতে হবে, কারণ ১৮০ ওভার অনেক। আমাদের কিন্তু তিন জন দারুণ স্পিনার আছে।’


promotional_ad



নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহ গড়েছিল টাইগাররা। এর জবাবে লঙ্কানরাও সাবলীল ব্যাটিংয়ে টেক্কা দিচ্ছে বাংলাদেশকে। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০৪ রান। এখনও উইকেটে আছেন রোশেন সিলভা ও অধিনায়ক দীনেশ চান্দিমাল।


বড় লিডের পথে লঙ্কানরা। সেটা অনুমিতই। তবে, লিড নিয়ে ভাবতে নারাজ লঙ্কান ব্যাটিং কোচ। তিনি জানিয়েছেন চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে চায় তার দল। সামারিবারার ভাষায়, ‘আমরা লিড নিয়ে ভাবছি না। আমরা যতক্ষণ সম্ভব ব্যাট করে যেতে চাই। কমপক্ষে চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে চাই, এরপর দেখবো কি করা যায়।’


শুরুতেই উইকেট হারিয়ে ধুকতে থাকা লঙ্কানদের লড়াইয়ের পথ খুলে দিয়েছেন ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামা দুই ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। ফলে তৃতীয় দিন শেষে এই দুজনকে প্রশংসায় ভাসাতে কৃপণতা করেননি লঙ্কান ব্যাটিং কোচ।


এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ৫২৩ রান করার পর আমরা তাদের বলেছিলাম আমাদের ব্যাট করে যেতে হবে। আমার মনে হয় পুরো কৃতিত্ব পুরো কৃতিত্ব দুই ব্যাটসম্যান ধনাঞ্জয়া ও কুশল মেন্ডিসের। শুরুতে উইকেট হারানোর পরও তারা ৩০০ রানের জুটি গড়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball