মাহমুদউল্লাহ- ২০০০*

আন্তর্জাতিক
মাহমুদউল্লাহ- ২০০০*
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর সত্তরঊর্ধ্ব ইনিংসে ভর করেই একটা সময় জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।

তবে ওয়ানডে সিরিজের পর এবার টেস্টেও নিজের পারফর্মেন্স ধরে রেখেছেন রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ইনিংসে খেলেছেন অপরাজিত ৮৩ রানের ঝলমলে একটি ইনিংস। আর তাঁর এই ইনিংসের সুবাদেই পাঁচশ রানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টাইগাররা।

আর রিয়াদ পা রেখেছেন ষষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলকে। গত দিন ৯ রানে অপরাজিত থাকা রিয়াদ দ্বিতীয় দিন খেলতে নেমে দারুণ ব্যাটিং করে তাঁর লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ৪৯ রানে অপরাজিত ছিলেন।

মাইলফলকে পা রাখতে আর মাত্র ২০ রান দরকার ছিলো তাঁর। বিরতির পর আর একটি রান নিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক তুলে নিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছে যান রিয়াদ।

তবে এদিন শুধু দুই হাজারি রানের ক্লাবেই পা রাখেননি রিয়াদ, পাশাপাশি প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরির বিরল এক রেকর্ড গড়েছেন তিনি। (আরও পড়ুন- 'কাপ্তান' রিয়াদের দারুণ মাইলফলক)

আরো পড়ুন: this topic