সব মাইলফলকই সমান গুরুত্বপূর্ণ তামিমের কাছে

ছবি:

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের দ্বারপ্রান্তে টাইগার ওপেনার তামিম ইকবাল।
তবে এই মাইলফলক ছোঁয়ার আগেই লঙ্কানদের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে ১১ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়েছিলো এই দুটি মাইলফলকের মধ্যে কোনটিকে বেশি এগিয়ে রাখবেন তামিম। এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন দুটো মাইলফলকই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। টাইগারদের সেরা এই ওপেনার বলছিলেন,

'দেখেন, দুটোই মাইলফলক। কেউ দশ হাজার রান করলে এটা অবশ্যই মাইলস্টোন। জানি না কয়জন করছে। সাকিবের ১০ হাজার হয়েছে, মুশফিক সব মিলিয়ে ৩০০ ম্যাচ খেলেছে। এটাও মনে হয় না যে খুব বেশি মানুষ করেছে।'
বাংলাদেশের ক্রিকেট দল গত দুই তিন বছরে বেশ উন্নতি করেছে। একটা সময় রেকর্ডও হতো কালে ভদ্রে। তবে সেই সময় অনেক দিন আগেই পার করে এসেছে টাইগাররা। এই বিষয়টি স্বীকার করলেন তামিম নিজেও। বললেন,
'আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভাল লাগে যেটা দ্যাট ইন্ডিভিজ্যুয়াল ফিলস গুড। বাংলাদেশের ক্রিকেটে দুই, তিন বছর হলো ভালো খেলতে শুরু করেছে। আমাদের সত্যি কথা কোন রেকর্ডও একসময় হয়ত ছিল না।'
টাইগার এই ওপেনার আরো বলেন, 'সেসময় আমরা শিখছিলাম। আমরা খুব নতুন ছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে। এচিমভেন্ট করা শুরু করছি সেলিব্রেট করা উচিত। আজ থেকে দশ বছর পর হয়ত এইগুলা এত হাইলাইটেড হবে না। তখন আমাদের যারা নতুন খেলবেন তাদের লক্ষ্য অন্যরকম হতে পারে।'