হাথুরুর ঢাল থিসারা পেরেরা

আন্তর্জাতিক
হাথুরুর ঢাল থিসারা পেরেরা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার পর অনেকেই ভেবেছিলেন আমূল পরিবর্তন আসতে যাচ্ছে দলটিতে। বিশেষ করে গত ভারত সফরের দুঃস্মৃতি ভুলে লঙ্কানরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এমন প্রত্যাশাই করেছিলেন সমর্থকেরা।

তবে আদতে পুরো উল্টো চিত্রই দেখা গেলো। এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি লঙ্কানরা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর স্বাগতিক বাংলাদেশের সাথেও বিশাল ব্যবধানে হারতে হয়েছে হাথুরুসিংহের দলটিকে। 

১৬৩ রানের এই পরাজয়ের পরও অবশ্য হাথুরুসিংহে পাশে পেয়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাথুরুর সমর্থনে পেরেরা বলেন,

'চন্ডিকার বাংলাদেশ অধ্যায় যদি দেখেন, সে বিশ্বের সেরা কোচদের একজন। আমি তাকে জানি। তার অধীনে ২০১১ সালের দিকে ‘এ’ দলে খেলেছি। তাকে সময় দিতে হবে। কাজে যোগ দিয়েই সে মিরাকল ঘটিয়ে দেবেন তা নয়। তাকে কয়েকটা কদম তো ফেলতে দিন।'

টানা দুই ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজের ফাইনালে যাওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। অপরদিকে লঙ্কানদের ফাইনালে যাওয়ার জন্য এখনও  পাড়ি দিতে হবে কঠিন পথ। এর জন্য তাদের জয় পেতে হবে পরবর্তী দুই ম্যাচেই। পাশাপাশি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটির ফলাফলের জন্যও অপেক্ষা করতে হবে।

এমতাবস্থায়ও হতাশ হওয়ার পক্ষে নন থিসারা পেরেরা। দলের সকলেই ভালোভাবে ফিরে আসতে পারবে প্রত্যাশা করে তিনি বলেন, 'ক্রিকেটে এমন হয়। পরের দুই ম্যাচ জিততেই হবে। আমরা হাল ছেড়ে দিচ্ছি না। সবাই ভালোভাবে ফিরে আসবে। সেদিকেই তাকিয়ে আছি।'

উল্লেখ্য রবিবার সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এরপর বৃহস্পতিবার আবারো টাইগারদের মুখোমুখি হবে হাথুরুর দল। 

আরো পড়ুন: this topic